ঈদুল ফিতর পর্যন্ত গরুর মাংসসহ নিত্য পণ্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণের দাবি জানিয়েছে সিসিএস

সংবাদ বিজ্ঞপ্তি:
ঈদুল ফিতর পর্যন্ত গরুর মাংসসহ নিত্য পণ্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণের দাবি জানিয়েছে সিসিএস

ঢাকা ২৮ এপ্রিল ২০২০: কোভিড-১৯ উদ্ভূত সঙ্কট, চলমান রোজা ও আসন্ন ঈদ উপলক্ষ্যে সিটি করপোরেশন ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে আগামী ঈদ পর্যন্ত গরুর মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস)।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিসিএস এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ এ দাবি জানিয়ে বলেন, রোজা উপলক্ষ্যে প্রতি বছর রাজধানীতে গরুর মাংসের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেয়া হয়। বিগত ৪৫ বছর ধরে এই নিয়ম চলে আসলেও এবার তা করা হয়নি। ফলে গরুর মাংসের দাম প্রতি কেজি ৬০০ টাকা ছাড়িয়েছে। কোথাও কোথাও ৬৫০ টাকাও বিক্রি হচ্ছে। উর্ধ্ব মূল্যের কারণে গরুর মাংস এখন বিলাসী খাদ্যে পরিণত হয়েছে। দ্রæত সময়ের মধ্যে সর্বোচ্চ মূল্য নির্ধারণ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ঈদের আগে আরও দাম বাড়ার শঙ্কা রয়েছে।

পলাশ মাহমুদ বলেন, এক মাস আগে দেশের বিভিন্ন স্থানে ১৯০০ টাকা বস্তা (৫০ কেজি) বিক্রি হওয়া চালের দাম এখন ২৫০০ টাকা। ১০০ টাকা কেজি বিক্রি হওয়া আদা এখন ৩০০ টাকার বেশি। গত দেড় মাসে চাল, ডাল, তেল, চিনি, দুধ, পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, হলুদ থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। কোনো কোনো পণ্যের দাম ২ থেকে ৩ গুণও বেড়েছে। দেশজুড়ে কৃষকদের উৎপাদিত তরল দুধ অবিক্রিত থাকলেও পাস্তুরিত দূধের দাম বেড়েছে। বিষয়টি একেবারেই অসামঞ্জস্যপূর্ণ।

সিসিএস বলছে, কোভিড-১৯ এর প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। শ্রমিক, দিনমজুর, হকার, রিকশাচালকসহ নিত্য আয়ের মানুষের উপার্জন বন্ধ। দরিদ্র ও মধ্যবিত্ত প্রায় ৬ কোটি মানুষ বিপাকে রয়েছে। অসহায় হয়ে পড়া এসব মানুষ পরিবারের ভরণপোষণ করতে হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি খুবই অমানবিক। মানুষ যেন প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারে সেজন্য নিত্যপণ্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেয়া সরকারের দায়িত্ব। বিশেষ করে আসন্ন ঈদ উপলক্ষ্যে বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার আগেই ব্যবস্থা নিতে হবে।

সিসিএস এর নির্বাহী পরিচালক বলেন, কোভিড-১৯ সংক্রমিতদের চিকিৎসা দেয়া যেমন জরুরী তেমনি এই মহামারী থেকে জাতিকে রক্ষার জন্য মানুষের ঘরে থাকাও জরুরী। ঘরে থাকার ফলে একদিকে উপার্জন বন্ধ অন্যদিকে দ্রব্যমূল্যও বাড়ছে। দ্রব্যমূল্যের এমন উর্ধ্বগতিতে ভোক্তা সাধারণের নাভিশ্বাস পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। কোভিড-১৯ থেকে সুরক্ষায় মানুষকে ঘরে রাখতে হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরও আগেই পদক্ষেপ নেয়ার প্রয়োজন হলেও তা নেয়া হয়নি। এজন্য দেরিতে হলেও দ্রæত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

গণমাধ্যম যোগাযোগ:
জয়ন্ত কৃষ্ণ জয়
সিনিয়র ম্যানেজার (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন)
কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)।
মোবা: ০১৯৭৭৪৫৩৬৫৩

CCS Blood Bank

Your BLOOD Can Bring Smile In Other Person Face.


রক্তের প্রয়োজনে এই ওয়েবসাইট থেকে রক্তদাতা খুঁজে নিন

Online Survey

Do you think that initiatives will be taken to find new markets to increase manpower exports?


120 people voted

জরুরি হটলাইন


Our Locations

Working office

106/A, Green Road, Farmgate
Dhaka, Bangladesh
+88 01977 453 653
info@ccsbd.net

Registered Office

Lorna Office Complex (2nd Floor)
95, New Eskaton Road
Dhaka - 1205, Bangladesh
+88 01977 453 653
info@ccsbd.net

Join the CCS Social Community
Instagram
Follow Us
Join Us
Circle Us
Subscribe Us

Design and Developed by